সুনামগঞ্জে জুবিলি উচ্চবিদ্যালয়ে নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৮:২৪:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেছেন, পড়ালেখা করে বড় চাকুরি করার আগে মানুষ হতে হবে। সমাজের দানশীল, সহনশীল ও আদর্শিক মানুষ হতে হবে। পৃথিবীকে জানতে বিজ্ঞান জানতে হবে, বিজ্ঞানীদের পাঠ করতে হবে। বিজ্ঞান চর্চাই পারে আমাদেরকে আরো এগিয়ে নিতে পারে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. দিদার চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান শফিকুর রহমান, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ঝলক চন্দ্র রায় প্রমুখ।