কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৮:৫৯:০১ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধসহ অন্যান্য কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু সায়েম, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, আনসার ভিডিপি কমান্ডার মোস্তাফিদুল হক, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।