বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায়ীকে হুমকী : থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৯:০১:৩৫ অপরাহ্ন
সিলেটে আদালত চত্বরে প্রাণে মারার হুমকী দেয়ার অভিযোগে কতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন শাহজালাল উপশহরের বাসিন্দা ব্যবসায়ী শেখ শিহাব রহমান। জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে মামলা সংক্রান্ত কাজে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে যাওয়ার পথে আদালত চত্বরে তাকে ঘিরে ধরেন জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর এর অন্যতম সহযোগী শফিকুর রহমান ও অজ্ঞাত পরিচয়ধারী বেশ কজন যুবক। এ সময় শফিক নিজেকে বিএনপি নেতা দাবী করে ব্যবসায়ী শিহাবকে আদালতে যেতে নিষেধ করেন এবং নিষেধ অমান্য করে আদালতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকী দেন। এরপর শফিক ও তার সঙ্গীরা শিহাবকে মারতে উদ্যত হলে উপস্থিত আইনজীবীগণ শিহাবকে রক্ষা করে শফিক ও তার সঙ্গীদের আদালত চত্বরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে বলেন। আইনজীবীদের প্রতিরোধের মুখে শফিক ও তার সঙ্গীরা চলে যান।
অভিযোগ সূত্রে জানা যায়, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর এর ছত্রছায়ায় দীর্ঘ সতের বছর ধরে নগরীর শাহপরান এলাকায় শফিক জমি দখল, টেন্ডারবাজী, চাঁদাবাজীসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। ছাত্র-জনতার বিপ্লবের পরে জাহাঙ্গীর দেশ ছেড়ে পালিয়ে গেলে শফিক দল বদল করে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে তার অপরাধ জগতের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছেন। শফিক যাতে কোন ক্ষতি সাধন করতে না পারে সেজন্য নিজের জীবনের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী শেখ শিহাব রহমান। বিজ্ঞপ্তি