৪৩৬ বস্তা চোরাই চিনিসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৯:১০:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ৪৩৬ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২টি যানবাহনও আটক করা হয়। উদ্ধারকৃত চিনির বাজারমূল্য ২৫ লাখ টাকা।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসএমপি সূত্রে জানা যায়, বুধবার রাত ২টা ৫০ মিনিটের সময় এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) ‘ইয়াংকি-১’ ও ‘ইয়াংকি-২’-এর বিশেষ অভিযানে নগরীর নাইওরপুল এলাকায় ব্যারিকেড দিয়ে একটি মালবাহী ট্রাক আটক করে। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মূল্য ২৩ লাখ ৩০ হাজার ৪০০ টাকা। এসময় মো. মুসলিম উদ্দিন (৪০), জুবায়ের রহমান (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
এদিকে বুধবার সকালে এসএমপির শাহপরান থানা পুলিশের পৃথক অভিযানে সুরমা গেইট এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩৬ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক মইনুল আহমদকে (৩৭) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।