কুয়াশার চাদরে মোড়ানো সিলেট
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৯:৫০:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কুয়াশায় ঢেকে থাকে পথঘাট, নদীতীর আর সবুজ পথের বাঁক। দুপুর হতেই ক্ষণিকের জন্য দেখা মেলে রোদের-এই তো মাঘ। ভরা মাঘে সিলেটে গত তিন দিন ধরে এমনই চিত্র।পুরো সিলেট কুয়াশার চাদরে মোড়ানো। শৈত্যপ্রবাহ না হলেও সিলেটে মোটামোটি জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে নগরী। সূর্যের দেখা মিলছে না বেশিরভাগ সময়। গতকাল বৃহস্পতিবারও দিনভর কুয়াশাঘেরা ছিলো সিলেটের নগর থেকে গ্রাম। কুয়াশার দেয়ালে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে। সূর্যের দেখা না মেলায় জেলায় চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখাচ্ছে হেডলাইট।
সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল বৃহস্পতিবার সিলেটের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর শ্রীমঙ্গলে ছিলো ১৩ দশমিক ৫। আবহাওয়া অফিস বলছে, দেশজুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকা থাকবে। রাতে কনকনে শীত পড়তে পারে। ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়া অফিসের শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোন পরিবর্তন আসবে না। ঘন কুয়াশার আগামী ২/৩ দিন থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হতে পারে।