শ্রীমঙ্গলে সিলিকা বালু উত্তোলনে ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৫:৩৭:৫৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভুরবীর ইউনিয়নের মির্জাপুরগামী রাস্তার নানু মিয়ার বাড়ীর সামনে থেকে তাদের আটক করা হয়।
এ সময় পুলিশ ঘটনাস্থল হতে বালু ভর্তি একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক জব্দ করে। আটককৃতরা হলেন, সিলেট ওসমানিনগর থানার পূর্ব তাজপুর এলাকার মনির আলীর পুত্র মোস্তফা মিয়া (৫৫) ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মরড়া এলাকার জিতু মিয়ার পুত্র মো: ফারুক মিয়া (৩৫)।
অভিযানে নেতৃত্ব দেওয়া শ্রীমঙ্গল থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওর হতে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।