গোয়াইনঘাটে নবাগত ইউএনওকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৬:৪৭:৩০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে নবাগত ইউএনও রতন কুমার অধিকারিকে সংবর্ধনা দেয়া হয়।
বুধবার বিকেল ৪টায় উপজেলা কনফারেন্স রুমে পরিষদের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেলিম, গীতা পাঠ করেন সিএ জনার্দন চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, ইউপি সচিব ও সংগঠনের সহসভাপতি মোঃ আব্দুল্লাহ, নন গেজেটেড কর্মচারী সমিতির সভাপতি শংকর পদ পাল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সওয়াব আলী, দপ্তর সম্পাদক শাহনূর, গ্রাম পুলিশ সমিতির পক্ষে শাহ আলম। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পদক সাংবাদিক আব্দুল মালিক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ গোয়াইনঘাটের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।