কোকো নিভৃতচারী দেশপ্রেমিক ছিলেন: কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৬:৫২:৩৫ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মরহুম আরাফাত রহমান কোকো নিভৃতচারী সফল দেশপ্রেমিক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন সাধারণ মানুষের মত জীবনযাপন করতেন। তিনি দেশপ্রেমিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতিতে কর্মক্ষেত্র না করে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শুক্রবার বাদ জুমআ’ হযরত শাহজালাল (রা:) দরগাহ মাসজিদে আলোচনা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শমিম আহমদ ও এডভোকেট আসলাম মুমিন, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, বিএনপি নেতা এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, আহমেদ সুলায়মান চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ, আব্দুল লতিফ খাঁন, জাহেদ আহমদ, জামাল আহমেদ, জাহাঙ্গীর আলমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিজ্ঞপ্তি