আইন পেশায় ৫০ বছর পূর্ণ করায় সুনামগঞ্জে তিন আইনজীবীকে সম্মাননা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৭:২২:২১ অপরাহ্ন
আইন পেশায় ৫০ বছর অতিক্রম করায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র তিন আইনজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হলেন, সাংবাদিক-কলামিষ্ট আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, লেখক গবেষক আইনজীবী স্বপন কুমার দেব, আইনজীবি আবুল কাশেম। স্বপন কুমার দেব প্রবাসে থাকায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ তাঁর জুনিয়র এডভোকেট মির্জা আবু তাহের মোহন।
বৃহ¯পতিবার রাতে সুনামগঞ্জ আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক এডভোকেট শেরেনুর আলীর সঞ্চালনায় বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আইনজীবি ও বিচার বিভাগের সমন্বয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বিচার প্রার্থীরা ন্যায্য বিচার পাওয়ার অধিকার রাখেন। আর তা বাধাপ্রাপ্ত হলে সমাজব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। জাতি পিছিয়ে থাকে। সৃষ্টি হয় নানা অব্যবস্থা। এ জন্য সচেতন মহলকেও যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকন উদ্দিন কবির, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান (পিপিএম), সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল হক, সাধারণ স¤পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি সারওয়ার আবদাল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি