জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৭:২৬:২৫ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন বৃহস্পতিবার সকাল ১০ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং সিলেট জেলার ১৩টি উপজেলার ১৩টি ও সিলেট সিটি কর্পোরেশনের ১টিসহ মোট ১৪টি বালক ও ১৪টি বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, অংশগ্রহণকারী দলসমূহের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলার ফুটবল রেফারীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। বিজ্ঞপ্তি