দক্ষিণ সুরমায় প্রতিবন্ধী কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৮:২২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমার লালাবাজারে এক প্রতিবন্ধী কিশোরীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুর সংলগ্ন সুলতানপুর গ্রামস্থ নিজ বাড়ী থেকে এই লাশ উদ্ধার করা হয়। কিশোরী নাম মোছা. সুহেনা বেগম (১৫)। ঐ গ্রামের মৃত সোহরাব মিয়ার মেয়ে এবং বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মারফত আলী। তিনি দৈনিক জালালাবাদকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরীর লাশ উদ্ধার করেছে। গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। সে মানসিকভাবে প্রতিবন্ধী ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।