২৯৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৮:২৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ২৯৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর শাহপরান থানার দাসপড়া এলাকায় এলাকায় একটি ট্রাক আটকিয়ে পাথরের নিচ থেকে এসব চিনিসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন- যশোর জেলার কেশবপুর থানার মধ্যকুল গ্রামের রুহুল কুদ্দুস মিন্টুর ছেলে নয়ন বিশ^াস (৩৪) ও একই জেলার মনিরামপুর থানার বাকশফুল গ্রামের আব্দুল আজিজের পুত্র আব্দুল্লাহ হোসাইন মুন্না (১৯)। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহপরান থানার দাসপাড়া মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপনকালে হলুদ রঙের ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২২-৩৮৪৮) চেকপোস্টে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামে। তখন ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তায় সন্দেহ হলে ট্রাকটি তল্লাশি করা হয়। এসময় ট্রাকের উপর থেকে পাথর সরিয়ে ২৯৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ট্রাকটি জব্দ করা হয় এবং চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য সাড়ে ১৭ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।