ভারতীয় রয়্যাল এনফিল্ড বাইকসহ ২ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৮:২৬:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর টিলাগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- নাজিম আহমেদ (২৮) ও শাহিদ আহমদ (২২)। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়ক হয়ে একটি অবৈধ ভারতীয় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সিলেট শহরে বিক্রয়ের জন্য নিয়ে আসা হচ্ছিল। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ টিলাগড়ে চেকপোস্ট স্থাপন করে রয়্যাল এনফিল্ড মডেলের রেজিস্ট্রেশনবিহীন ইন্ডিয়ান মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। যার বাজারমূল্য ৪ লাখ টাকা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।