চা-শ্রমিকদের মাঝে নাগরিক কমিটির কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৯:২৯:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার দিনভর নগরীর লাক্কাতুরা ও মালনিছড়া চা বাগানের ২ শতাধিক চা শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি সিলেট জেলার সংগঠক এবং সিটিজেন রাইটস এন্ড জাস্টিস নেটওয়ার্কের কো-ফাউন্ডার আজহার উদ্দিন খান। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সিলেট জেলা সংগঠক ফয়সল আহমেদ ও আব্দুর রহিম, মহানগর সংগঠক জহিরুল ইসলাম ও রেজাউল করিম, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ মহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল হোসেন। এছাড়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি ও সিকৃবির সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে গোলাম মর্তুজা সেলিম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার দিতে শুধু ব্যর্থই হয় নি, বরঞ্চ নাগরিকদের সাথে চেতনার নামে তামাশায় মত্ত ছিল। জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব নাগরিকের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্নের বাস্তবায়নে চা শ্রমিকদের সাথে ভালবাসার বিনিময়। যা আমাদের জাতি ধর্ম, বর্ণ, সকল শ্রেনি-পেশার নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার কথাই মনে করিয়ে দেয়।
তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি চায় মানুষে মানুষে বৈষম্য দূর করতে এবং উঁচু-নিচুর ভেদাভেদ মুক্ত একটি সমাজ গড়ে তুলতে। এসব উদ্যোগ শুধু ব্যক্তিগত বা সংগঠনের পর্যায়ে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা জরুরি। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে শুধু শীতবস্ত্র বিতরণ নয়, তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে সম্মিলিতভাবে উদ্যোগ নিলে এই শ্রমজীবী জনগোষ্ঠী সমাজে আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।
জাতীয় নাগরিক কমিটির এই উদ্যোগ স্থানীয় চা শ্রমিকদের মাঝে আশার আলো ছড়িয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।