শীতার্তদের পাশে শাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৫, ৯:৪১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখা। শুক্রবার সকালে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে ৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবির সমন্বয়ক ফয়সাল হোসেন, আজাদ শিকদার ও নাগরিক কমিটি সিলেটের সদস্য এডভোকেট মাসুদ আহমেদ মহসিন।এসময় নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন ধরে সিলেটে প্রচন্ড শীত পড়ছে। এই শীতে বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের শীত সহ্য করা খুব কঠিন হয়ে পড়ছে। তাই শীতার্ত মানুষের জন্য আমরা সামান্য উপহার নিয়ে দাঁড়িয়েছি। বিশেষ করে শাবির কীন স্কুলের শিক্ষার্থী ও শাবি কিলোরোডে রিকশাচালকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।