ঘাসিটুলায় বিধবাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৫:৩৪:৫৩ অপরাহ্ন
কমিউনিটি আউটরিচ ইউকে’র পক্ষ থেকে অদ্য ২৫ জানুয়ারি বিকেলে নগরীর এ.ই.আর.পি ঘাসিটুলা শাখায় দরিদ্র বিধবা মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানসহ সকলেরই উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রজেক্ট পরিচালক মোহাম্মদ শামছুর রহমান জাবাল এর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ.ই.আর.পি ঘাসিটুলা শাখার শিক্ষক জুনেদ আহমদ এবং শিক্ষিকা নুরজাহান আক্তার লিমা প্রমুখ। বিজ্ঞপ্তি