ছাতকে বুকি নদীতে পাম্প বসিয়ে পানি সেচ : হুমকির মুখে বাড়িঘর
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৭:০৩:৫২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বুকি নদীতে পাওয়ার পাম্প বসিয়ে পানি সেচ করে মাছ ধরার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যসহ তার সহযোগিদের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে ছাতক সেনা ক্যাম্প ও থানা পুলিশকে।
জানা যায়, উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালীচর ও নবাইচরের মধ্যবর্তী স্থানে চরহুসেনপুর, নবাইচর, ইসলামাবাদ, নানশ্রী ও পশ্চিম নানশ্রী মৌজার অন্তর্গত বুকি নদীর অংশ বিশেষে বাঁধ নির্মাণ করা হয়। মাছ ধরার জন্য পাওয়ার পাম্প বসিয়ে নদীর পানি সেচ করায় বুকি নদীর দুই পাড়ে দেখা দিয়েছে ভাঙ্গন। নদী ভাঙ্গন অব্যাহত থাকলে তীরবর্তী শতশত বসতবাড়ি নদীগর্ভে বিলিন হওয়ার দু:স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। পানি সেচ বন্ধ না হলে অপূরনীয় ক্ষতিসহ এলাকার শান্তি শৃঙ্খলা চরম ভাবে বিঘ্নিত হওয়ারও আশঙ্কা করছেন রয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর প্রতিবাদ করায় উল্টো মারপিটের ভয়ভীতি দেখাচ্ছে প্রভাবশালী ওই সংঘবদ্ধরা। এ বিষয়ে চরমহল্লা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডবাসী উল্লেখ করে গেল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি এর অনুলিপি দেওয়া হয়েছে ছাতক সেনা ক্যাম্প ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। অভিযোগে চরমহল্লা ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান, প্রথমাচর গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে আওয়ামীলীগ নেতা নুর মিয়াসহ অভিযুক্ত করা হয়েছে তার ৯জন সহযোগিকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।