ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর শীতবস্ত্র ও অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৭:১৮:২৫ অপরাহ্ন
হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলাম বলেছেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানুষে মানুষে সহমর্মিতা ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে। মানবিক সকল কাজে সমাজের বিত্তবান ও প্রবাসী সমাজ কর্মীরা যাতে এগিয়ে আসেন সে জন্য আমাদের প্রচারণা, যাতে আমাদের কার্যক্রম দেখে উৎসাহিত হয়ে তারা মানবিক কাজে এগিয়ে আসেন।
তিনি শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার লেবারপাড়া জামে মসজিদে নগদ অর্থ, এক শত জনকে শীতের কাপড়, আগামী রমজান মাসে শতাধিক পরিবারকে নগদ অর্থ এবং উনার পক্ষ থেকে উমরা পালনের জন্য লেবারপাড়া জামে মসজিদে ইমাম ক্বারী মাহমুদ আলীকে প্রেরণ প্রস্তুতিকালে ইমাম মৃত্যুবরণ করেন সেই নগদ অর্থ তার পরিবারের সদস্যদের প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার আসাব মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের ছাতক প্রতিনিধি আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান শাহজাহান, আওলাদ মিয়া, হারিস আলী, ওলিউর রহমান আদিল ও মকবুল হোসেন জেবু প্রমুখ। দোয়া পরিচালনা করেন লেবারপাড়া জামে মসজিদে ইমাম মাওলানা নুর আহমদ।