৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৮:৩১:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: জিম্মি চার ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দিয়েছে হামাস। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মুক্তি পাওয়া চার নারী সেনা হলেন, লিরি আলবাগ (১৯), কারিনা আরিয়েভ (২০), ডেনিয়েলে গিলবোয়া (২০) এবং নামা লেভি (২০)।এক বিবৃতিতে আইডিএফ জানায়, ফেরত আসা চার জিম্মি বর্তমানে আইডিএফের বিশেষ বাহিনীর সঙ্গে ইসরায়েলে ফিরছেন। সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।
এদিকে জিম্মি ওই চারজন এবং তাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করেছে আইডিএফ। সেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং সৈন্যরা ফেরত আসা জিম্মিদের স্বাগত জানায়। তারা এখন ইসরায়েলে তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন।
ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, তাদের ইসরায়েলি আইডিএফের একটি বিশেষ সামরিক ইউনিটের যোদ্ধাদের সঙ্গে রেইমের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার কাছে নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে ইসরায়েলের একটি সামরিক নজরদারি ইউনিটের এই চার নারী সদস্যকে আটক করেছিল হামাস।