হবিগঞ্জে জনতার হাতে ৩ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৮:৩৭:৫৬ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জে তিন ডাকাতকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছেন। শনিবার ভোর রাতে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- তালতলা এলাকার বাসিন্দা রিয়াজ মিয়া (২১) এবং দরিয়াপুর এলাকার সমায়ন হাসান (২১) ও মুহিবুর রহমান (২৫)।
স্থানীয়রা জানান, শনিবার ফজরের আজানের পর স্থানীয় সবজি ব্যবসায়ীরা টমটম অটোরিক্সা যোগে সবজি নিয়ে হবিগঞ্জ শহরে আসছিলেন। পথিমধ্যে নিজামপুর ইউনিয়নের সাদুর বাজার সড়কের আম বাগানের কাছে ১৫/২০জনের ডাকাত দল তাদের পথ রোধ করে হাত বেধে ফেলে। পরে তাদের মালামাল, টমটম, মোবাইল ফোনও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় জনতা একটি মোটরসাইকেলসহ তিন ডাকাতকে আটক করে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ শেষে সকাল ১০টায় সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, স্থানীয় জনতা তিন ডাকাতকে আটক করে থানায় সোপর্দ করেছেন। ডাকাতি হওয়া টমটম ও মালামাল উদ্ধারে পুলিশ অভিযান করছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, চলতি মাসে নিজামপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে আরো দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।