স্বার্থে জাতির মধ্যে বিভক্তি তৈরী থেকে বিরত থাকুন : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৯:১০:২৫ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দীর্ঘ দিনের আওয়ামী দুঃশাসনে দেশপ্রেমিক প্রতিটি জনগণ জুলুমের শিকার হয়েছে। ফ্যাসিবাদের সহচর ছাড়া কাউকেউই তারা ছাড় দেয়নি। তাদের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশবাসী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলো এবং জুলাই বিপ্লবের মাধ্যমে এক নতুন ভোরের উদয় হয়েছে। এই আন্দোলন কোন একক গোষ্ঠির সফলতা নয়। মহান আল্লাহর দয়ায় দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে। তিনি বলেন ফ্যাসিবাদ পতনের পর আমরা এক নতুন দেশ পেয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এই দেশ সুন্দর ভাবে বিনির্মাণ করতে হবে। এখন বিভাজন-বিভক্তির সময় নয়। জাতি বিভাজিত হলে পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্রের সুযোগ পাবে। তাই দেশপ্রেমিক সকল শক্তির ঐক্যবদ্ধ থাকা দরকার। ব্যক্তি ও দলীয় স্বার্থে জাতির মধ্যে বিভক্তি তৈরী করা থেকে সবাইকে বিরত থাকতে তিনি আহবান জানান।
মাওলানা হাবিবুর রহমান ২৫ জানুয়ারি শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের পরিচালনায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মাস্টার আব্দুল কুদ্দুস প্রমূখ। বিজ্ঞপ্তি