আরো বাড়তে পারে শীত
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৫, ৯:৩৭:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শুক্রবারের মতো গতকাল শনিবারও দেশের দুই জেলায় বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আজ সিলেটসহ বিভিন্ন এলাকায় কুয়াশা কম দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার থেকে তাপমাত্রা আরও কমে যাবে। সে ক্ষেত্রে শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়ছে। আবার কোনো এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, শনিবার সিলেট সিটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ দেশের তাপমাত্রা কমে যাবে। এ অবস্থা চলতে পারে আগামীকাল সোমবার পর্যন্ত। তাপ কমে কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। তবে এরপর তাপমাত্রা আবার বাড়তে পারে। দেশের যে দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে, সেগুলো হলো দিনাজপুর ও পঞ্চগড়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।