রাজস্ব আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিজিবি সেক্টর কমান্ডার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৬:১৬:২৭ অপরাহ্ন
বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশজ শিল্পের সংরক্ষণ, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা, আত্মনির্ভরশীল জাতি গঠনে রাজস্বের আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রাজস্ব আহরণে নয়, আমদানি রপ্তানি নিরাপত্তায়ও কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ কাস্টমস এখন রাজস্ব আদায়ের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তায় ঝুঁকি, যাত্রীসেবা, আন্তর্জাতিক জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা, জীব ও বৈচিত্র্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও রপ্তানি উন্নয়ন ও আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়ন সর্বোপরি আন্তর্জাতিক বাণিজ্যে দেশীয় অবস্থান সুসংহতকরণ ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে রোববার বেলা ১১টায় সিলেটের একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা প্রগতি; এ স্লোগানে আয়োজিত এবারের কাস্টমস দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট।
সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. তাসনিমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস। সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম-কমিশনার মোঃ মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার রেজভী আহম্মেদ। বিজ্ঞপ্তি