৩৬নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৬:১৮:২৭ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী বলেছেন, শ্রমিকের রক্ত ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হয়। তাদের পরিশ্রমে গড়ে উঠে সভ্যতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই শ্রমিকরাই আজ লাঞ্ছিত-বঞ্চিত। যুগ যুগ ধরে শাসক গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকরা দিন দিন আরো গরীব হচ্ছে। এই অবস্থা থেকে শ্রমিকদের বের করতে হলে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আর ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমেই ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব।
তিনি শনিবার বিকেলে নগরীর বালুচর এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
৩৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সাজ্জাদ আলীর সভাপতিত্বে শ্রমিক নেতা মোঃ রুশন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরে সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, থানা সহ সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তাপাদার, সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক হাসান, শ্রমিক নেতা হাবিবুর রহমান হৃদয়, দ্বীন ইসলাম, মোঃ সুরত আলী ও মোঃ আব্দুস সোবহান প্রমুখ। বিজ্ঞপ্তি