যাদুকাটা থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৬:২১:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং চাঁদাবাজী বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিমুলবাগানের সামনে সুনামগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশরেন উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মোমতাজুল হাসান আবেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি লুতফুর রহমান দুলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল্লাহ ও শ্রমিক কল্যাণের সুনামগঞ্জ পৌর সভাপতি জসিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি কাজী হাসান আলী মাস্টার, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, আব্দুস শহিদ গাজী, ফরিদ উদ্দিন ও আবিকুল হক প্রমুখ।
বক্তারা বলেন, যাদুকাটা বালি-পাথর মিশ্রিত মহাল। এ মহালে দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজারে বালি উত্তোলন করে আসছে এবং তারা নদীর পাড় কেটে বালি তোলায় বসতভিটা হারাচ্ছে মানুষ। পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়েছে। নদীতে চাঁদাবাজি নিয়মে পরিণত হয়েছে। যাদুকাটা নদীর পরিবেশ রক্ষা করে বালু উত্তোলনের দাবি জানান তারা। সেই সাথে ড্রেজার ও চাঁদাবাজির সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানান।