কানাইঘাটে পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৬:২২:৩২ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন সম্প্রতি সময়ে সিলেটে সড়ক দুর্ঘটনা বেড়েছে, যার কারণে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, যা আমাদের কারো জন্য কাম্য নয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইন মেনে গাড়ী চালানো যেমন দরকার, তেমন করে আমাদের সবাইকে দুর্ঘটনা এড়াতে সাবধানে চলাফেরা করতে হবে এবং সচেতন হতে হবে।
শনিবার সকাল ১১টায় কানাইঘাট থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার হারিছ চৌধুরী অডিটোরিয়ামে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজনসহ শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও কানাইঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শিপুল আমিন চৌধুরীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলার এডিশনাল পুলিশ সুপার ক্রাইম রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ সার্কেলের এডিশনাল পুলিশ সুপার মোঃ শাহ আলম, কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাজী মোঃ জালাল উদ্দিন, সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মন্নান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।