সিলেটে বিশ্বকুষ্ঠ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৭:০৬:৪১ অপরাহ্ন
সিলেটে নানা আয়োজনে বিশ্বকুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১টায় সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
বিশ্বকুষ্ঠ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’। সিলেট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লেপ্রা বাংলাদেশ ও হীড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, কুষ্ঠ রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কুষ্ঠ রোগ চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো হয়। নিয়মিত ওষুধ খেলে কুষ্ঠ রোগ থেকে নিরাপদ থাকা যায়। কুষ্ঠ রোগ ছোঁয়াচে রোগ নয়। গ্রামের মানুষদের মধ্যে কুষ্ঠ রোগ অভিশাপ হিসেবে দেখা হয়। কিন্তু এমন কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। সকলের প্রচেষ্টায় কুষ্ঠ রোগ নির্মূল করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সিলেট জেলাকে কুষ্ঠমুক্ত করা সম্ভব হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট কুষ্ঠ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট নাহিদ রহমান, ইউসিফের সিলেট জেলা কর্মকর্তা নভোজ্যোতি রায়, লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, হীড বাংলাদেশের জেলা সুপারভাইজার মো. মাহমুদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার স্বপ্নিল সৌরভ রায়, মাইমুন্নাহার নাসরীন, আবু সালমান, মো. সাইফুল ইসলাম, হীড বাংলাদেশের কুষ্ঠ কর্মী এলি দাস, টিবি সুপার ভাইজার রেখা দাস, সমর চন্দ্র সরকার ও সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গনাইজার মো. আবদুল আউয়াল।
সভায় জানানো হয়, সিলেট জেলায় ১৯০ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ১৮৩ জন পূর্ণ বয়স্ক রোগী এবং ৭ জন শিশুরোগী। ২০২৪ সালে সিলেট জেলায় ১৫০ জন নতুন কুষ্ঠ রোগী শনাক্ত করা গেছে। যার মধ্যে ১৪০ জন পূর্ণবয়স্ক রোগী এবং ১০ জন শিশুরোগী। মৌলভীবাজার জেলায় ১৪৭ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ৪ জন শিশুরোগী এবং ১৪৩ জন পূর্ণবয়স্ক রোগী। ২০২৪ সালে মৌলভীবাজার জেলায় ১৯৪ জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে যার মধ্যে ১৯০ জন পূর্ণবয়স্ক রোগী এবং ৪ জন শিশুরোগী।
বর্তমানে হবিগঞ্জ জেলায় ৮৪ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ২ জন শিশুরোগী এবং ৮২ জন পূর্ণবয়স্ক রোগী। ২০২৪ সালে হবিগঞ্জ জেলায় ১০৬ জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে যার মধ্যে ১০৪ জন পূর্ণবয়স্ক রোগী এবং ২ জন শিশুরোগী। সুনামগঞ্জ জেলায় ৫ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে কোন শিশুরোগী নেই। ২০২৪ সালে সুনামগঞ্জ জেলায় ১ জন পূর্ণবয়স্ক নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে। বিজ্ঞপ্তি