জামালগঞ্জে জেলা প্রশাসকের হাওর বাঁধ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৮:১৩:৪৭ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জের পাগনার হাওরের গজারিয়া স্লুইসগেট ও বাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। রোববার দিনব্যাপী তিনি হালির হাওরের ৬ নম্বর পিআইসির কাজ দেখে পাগনার হাওরের গজারিয়া স্লুইসগেট ও পাগনার হাওরের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন। এই জলাবদ্ধতা নিরসনে স্থানীয় কৃষকের পক্ষে কথা বলেন এলাকার সমাজকর্মী জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী তৌফিক ও স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন প্রমুখ। কৃষকদের সমস্যা নিরসনে জেলা প্রশাসক তিন লক্ষ টাকা প্রদানের ঘোষনা দেন। পরে পাগনার হাওরের ৩০, ৩৯ ও ৪০ নম্বর পিআইসির বাঁধ বেড়িবাঁধ পরিদর্শন করেন।
হাওর ও বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, পাগনার হাওরের জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার খাল খননের জন্য কৃষকদের দাবির প্রেক্ষিতে তিন লক্ষ টাকা দিয়েছি। এ কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাসন হয়ে সুরমা নদীতে পরবে। ধান পাকার পূর্ব মূহুর্তে বৃষ্টি হলেও অতিরিক্ত পানি খাল খননের ফলে জমা হবে না। বাঁধ নির্মাণের ক্ষেত্রে পিআইসির উদ্দেশ্যে তিনি বলেন, জামালগঞ্জে হাওর রক্ষা বেড়ি বাঁধের মাটির কাজের অগ্রগতি ৪৫ শতাংশ হয়েছে। ৬, ৩০, ৩৯ ও ৪০ নম্বর পিআইসির কাজ দেখেছি। স্থানীয়রা বলেছেন বাকি পিআইসির মাটির কাজের অগ্রগতি ভালো। যে সকল পিআইসিগণ ২৮ ফেব্রুয়ারির ভিতরে সকল কাজ সম্পন্ন করবেন তাদের সমস্ত বিল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে দেওয়া হবে। যারা নির্ধারিত সময়ের ভিতরে কাজ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওর রক্ষা বাঁধে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি বলেন, বিল শুকিয়ে যে সমস্ত ইজারাদার মৎস্য ও জীববৈচিত্র্য ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আহমদ, পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পাউবোর উপ সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, উপজেলা মনিটরিং কমিটির সদস্য ও জামালগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।