২৯৮ বস্তা চোরাই চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৯:০৫:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ২৯৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শাহপরান থানাধীন দাসপাড়া থেকে চিনিসহ তাদের আটক করা হয়। এসময় চিনি বহনকারী ট্রাকও জব্দ করা হয়।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাড়ে ১১টার দিকে শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক আটক করে পুলিশ। তখন ট্রাকটি তল্লাশী চালিয়ে পাথর সরিয়ে ২৯৮ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করে পুলিশ। এসময় ট্রাক চালকসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার পানিছড়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র জাকির হোসেন (৩৭) ও একই থানার খান চা বাগানের মৃত দাইয়া পীরের পুত্র মোঃ জালাল (৩২)। আটককৃতরা জিজ্ঞাসাবাদে এসব চোরাই চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মোঃ জয় (৩৭) বলে পুলিশকে জানিয়েছে। জব্দকৃত চিনির মূল্য সাড়ে ১৭ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে শাহপরান থানা পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) পাথরবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২৯৮ বস্তা চোরাই চিনি জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।