ডিবির হাতে ৩ জুয়াড়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৯:০৩:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরী থেকে ৩ জন জুয়াড়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেলে নগরীর পশ্চিম কাজলশাহ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- পশ্চিম কাজলশাহ এলাকার লাভলু আহমদের ছেলে তানিম আহমদ, বাগবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে পারভেজ আহমদ ও মৌলভীবাজারের সাধুহাটি গ্রামের জনার্দন দেবের ছেলে দুলু চন্দ্র দেব।
এসময় ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সংখ্যা লিখা কাগজ এবং জুয়া খেলায় ব্যবহৃত ২শ ৭০ টাকা জব্দ করে। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।