কাষ্টঘর থেকে ২ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৯:০৬:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার নগরীর কাষ্টঘর এলাকা থেকে তাদের গ্রেফতার কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ি।
গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদ গ্রামের তারাবুনিয়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. জুয়েল ও সিলেটের জকিগঞ্জ উপজেলার সরিজপাড়া গ্রামের মো. এফাজ উদ্দিনের ছেলে মো. সাহেদুল ইসলাম সুমন। এরমধ্যে জুয়েলের বিরুদ্ধে ৩টি মামলা ও সুমনের বিরুদ্ধে ৫টি চুরি ও ছিনতাই মামলা রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, কাষ্টঘর এলাকা থেকে ধারালো চাকুসহ ঐ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এরা চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে।