বাড়লো শীতের তীব্রতা
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ৯:১৪:১৪ অপরাহ্ন
সিলেট নগরে ১২.৫, মৌলভীবাজারে ৯.৬
স্টাফ রিপোর্টার : সিলেটসহ দেশজুড়েই শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রোববার দেশের ৮ জেলায় বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার দেশের দুই জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়।আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, রোববার থেকে এর পরিধি বাড়তে পারে। আজ সোমবারও শীতের তীব্রতা এমনটাই থাকতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
দেশের যে আট জেলায় শৈত্যপ্রবাহ বইছে, তার বেশির ভাগই উত্তরের জনপদ। এর মধ্যে আছে নওগাঁ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর ও পঞ্চগড়; উত্তরাঞ্চল বাদ দিয়ে আর অন্য দুই জেলা হলো মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা।
গতকাল সিলেট সিটিতে ছিলো ১২ দশমিক ৫। সকাল ৬টায় মৌলভীবাজারের সর্বনিন্ম তাপমাত্রা রের্কড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। আজ সোমবারও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
চলতি মাসে দেশে একবারই মাত্র মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। মৃদু শৈত্যপ্রবাহও খুব বিস্তৃত ছিল না। এ দফায় শৈত্যপ্রবাহ কেমন হতে পারে? এ প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, এ দফায় মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকলেও তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।