সুনামগঞ্জে ২১৯ বোতল মদ জব্ধ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৬:২৭:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ২১৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার রাতে বিশ্বম্ভরপুর মাছিমপুর বিওপি এলাকার গামারীতলা থেকে এসব মাদক জব্দ করা হয়।সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১৯ বোতল জব্দ করা হয়েছে। সীমান্ত টহল জোরদার রয়েছে।