একতারা সংগীতালয়ের গুণীজন সম্মাননা
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৬:৪২:২৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালির জীবনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সুপ্রাচীনকাল থেকে জড়িয়ে আছে। আমাদের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণ অত্যন্ত সমৃদ্ধ। এদেশের আনাচে-কানাচে কালজয়ী বাউল শিল্পীরা জন্ম নিয়েছেন, যারা মাটি ও মানুষের জয়গান গেয়েছেন। তিনি বলেন, আমাদের দেশে শিল্পীদের যথার্থ সম্মান দেয়া হয় না। তাদেরকে যথার্থ সম্মান দেয়া আমাদের কর্তব্য। তিনি একতারা গুণীজনদের সম্মাননা প্রদান করায় একতারা সংগীতালয়কে ধন্যবাদ জানান।
তিনি রোববার সন্ধ্যায় একতারা সংগীতালয়ের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত গুণীজন সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাউল শিল্পী উদাসী মুজিবের সভাপতিত্বে ও একতারা সংগীতালয়ের পরিচালক পথিক রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোক গবেষক সুমন কুমার দাস, গীতিকার সায়ফুল ডানা ও গীতিকার আলাউদ্দিন হোসেন শাহ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আমিরুল ইসলাম বাবু, সাংবাদিক এম এ হান্নান, ওস্তাদ নিশীকান্ত দাস, বাউল ফজলু বয়াতি ও বাউল বাহার উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউল দিলাল উদ্দিন সরকার, ফকির বাবুল শাহ, বাউল শিতন বাবু, কণ্ঠশিল্পী এম এস শাজাহান, কন্ঠশিল্পী তানভীর আহমদ, কণ্ঠশিল্পী অণামিকা দেব, কণ্ঠশিল্পী প্রিয়া, কণ্ঠশিল্পী জাকির আহমদ, বাউলশিল্পী মিজান পাশা, কণ্ঠশিল্পী আজিজ মোহাম্মদ, কণ্ঠশিল্পী রাজা মিয়া, বাউলশিল্পী লওয়াই মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি