মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ চারজন আটক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৭:১২:৩৫ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৪০টি ভারতীয় গরুসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার কায়েতকান্দা গুদারাঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে মধ্যনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে চামারদানি ইউনিয়নের কায়েতকান্দা পশ্চিমপাড়া মেশিনবাড়ী সংলগ্ন সুমেশ্বরী নদীর ঘাট থেকে আমানিপুর গ্রামের মৃত: আব্দুল হাসেম এর ছেলে মোঃ মহর আলী (৪৮), তেলিগাও গ্রামের আসন্তর আলীর ছেলে মোঃ আয়নাল হক (৪০), আব্দুল্লাহর ছেলে দুদু মিয়া (৩৪) ও জগন্নাথপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম (৫৮)কে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৪০টি ভারতীয় গরুসহ আটক করে। আটককৃত গরুগুলো মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজিব মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।