মাধবপুরে শাহজালাল সরকারি কলেজে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৭:৩১:৪৩ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ মনতলায় শাহজালাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক, ও কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা সোমবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ মোজাম্মিল হক, সাবেক অধ্যক্ষ মোঃ ইব্রাহিম, সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সাবেক প্রভাষক প্রদীপ কুমার সুত্রধর, সাবেক প্রভাষক নাছিমা বেগম, সাবেক প্রভাষক আব্দুল জব্বার।
বক্তব্য রাখেন বহরা ইউপি বিএনপি সভাপতি শাহিন আলম রিপন, সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহিন, উপজেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক ইয়াকুব খান, সহ সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানজিরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জলিল ও মুফতি শফিকুল ইসলাম ডালিম। সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম।