আ’লীগ সরকারের চাপে পড়ে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম : নজরুল ইসলাম বাবুল
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৭:৫১:৩২ অপরাহ্ন
জাতীয় পার্টির রাজনীতির সাথে কোন সংশ্লিষ্টতা নেই দাবি করেছেন সিলেটের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোম্পানীর স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল। গত বছরের ১৭ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে প্রেরিত পত্রে দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন বলেও জানান। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের চাপে পড়ে জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন। সোমবার সিলেট চেম্বার অব কমার্সের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয় তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে নজরুল ইসলাম বাবুল বলেন, সম্প্রতি নগরীর সাগরদিঘীরপারের মৎস্য ভবন সংলগ্ন জায়গা দখলে আমার রাজনৈতিক পরিচয় দিয়ে কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেন, প্রকৃতপক্ষে সাগরদিঘীরপারের ওই জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। একটি চিহ্নিত ভূমিখেকো চক্র দীর্ঘদিন ধরে এই জায়গা গ্রাস করার পাঁয়তারা চালিয়ে আসছিল। এসটিএস গ্রুপ’ নামে একটি গোষ্ঠী অবৈধ উপায়ে কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করার চেষ্টা চালায়। তারা সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করে এবং টর্চার সেল তৈরি করে। যা বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যার প্রেক্ষিতে এলাকাবাসী এই গোষ্ঠীটিকে উচ্ছেদ করে। সাগরদিঘীরপাড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হিসেবে তিনি এলাকাবাসীকে সহযোগিতা করেছেন। এই সংগঠনের সভাপতি হিসেবে এলাকার যেকোনো ঘটনা, বিচার-পঞ্চায়েতে তার উপস্থিত থাকাটা স্বাভাবিক বলে উল্লেখ করেন। এই স্থানটি বৃহত্তর সাগরদিঘীরপার এলাকার সর্বস্তরের কল্যাণে ব্যবহার হবে বলেও জানান।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে লিখা পদত্যাগপত্রে তিনি কোটা সংস্কারের লক্ষ্যে দেশের ছাত্র সমাজের আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তৎকালীন সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যর্থ হওয়ার কথা তিনি তুলে ধরেন। নির্বিচারে গুলি চালিয়ে নিরাপরাধ মানুষ হত্যার প্রতি ধিক্কার জানিয়ে তিনি জাতীয় পার্টির সকল দলীয় পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানান। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকার তার বিভিন্ন সংস্থার লোকজন দিয়ে জোরপূর্বক তাকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করে বলে জানান। ঠিক একইভাবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তাকে ডামি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বলে অভিেেযাগ করেন। বিজ্ঞপ্তি