শাবিতে রাজনীতি ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৭:৫৮:০১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।সোমবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটির সদস্যরা।
সম্মেলনের সদস্যসচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন জানান, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পলিটিক্স, সোসাইটি অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিএসডি-২০২৫) শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ৩১ জানুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। উদ্বোধনী অধিবেশনের মূল বক্তা থাকবেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ড. রওনক জাহান।
সম্মেলনে উপস্থাপনের জন্য ১৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১১০টি প্রবন্ধ নির্বাচিত হয়, যা ২টি প্লেনারি সেশন এবং ১৫টি প্যারালাল সেশনে উপস্থাপন করা হবে। বিষয়বস্তুর মধ্যে রয়েছে গণতন্ত্র, সুশাসন, নির্বাচন, দক্ষিণ এশিয়ার আন্তদেশীয় সম্পর্ক, চীনের প্রভাব, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, মানবাধিকার ও সংস্কৃতি।সম্মেলনে বাংলাদেশসহ চীন, হংকং, ইতালি, মালদ্বীপ, পাকিস্তান, ভারত এবং নেপালের গবেষকরা অংশ নেবেন। প্রায় ৫০০ জন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী এতে নিবন্ধন করেছেন।
প্লেনারি সেশনে বক্তব্য দেবেন যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ড. নাবিলা ইদরিস, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. রেমন্ড কুয়ান সান লু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল শাহীন খান এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. আসিয়াত হাসানসহ বিভিন্ন খ্যাতনামা গবেষক। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন। প্রথম দিনের সমাপ্তি উপলক্ষে সিলেটের স্থানীয় সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।
সমাপনী অনুষ্ঠানটি ১ ফেব্রুয়ারি বিকাল ২:৩০ টায় মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. দিলারা রহমান এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান জানান, এই সম্মেলন দেশ-বিদেশের গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে। শিক্ষার্থীরা বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে দিকনির্দেশনা পাবে এবং তরুণ গবেষকদের জন্য এটি হবে অনুপ্রেরণার উৎস। সম্মেলনটি সফল করতে শাবিপ্রবি কর্তৃপক্ষ এবং ইউজিসি সার্বিক সহযোগিতা করছে।