বিয়াম ল্যাবরেটারী স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৮:২৫:৫৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষে সোমবার বেলা আড়াইটায় বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক ইমরান আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. সারোয়ার আহমদ, পিআইও বাধন কান্তি সরকার, উপজেলা দুপ্রক সচিব সাংবাদিক আব্দুল মালিক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, অভিভাবক সদস্য শামীম আহমদ। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।