পিডিবি প্রাইমারী স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৮:২৯:৪৫ অপরাহ্ন
পাওয়ার ডেভেলপমেন্ট (পিডিবি) প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরনী সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মুহাম্মদ আব্দুল কাদির।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইরানী আক্তারের ও জেনী বেগম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আকলিছ আহমদ চৌধুরী, পাওয়ায় ডেভেলপমেন্ট বোর্ডের হাসপাতালের পরিচালক ডাক্তার রাকিব আহমদ দেওয়ান, পিডিবির সহকারী প্রকৌশলী বিধূভোষন চক্রবর্তী, পিডিবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফিরোজ আহমদ, সিনিয়র শিক্ষক মুরতাজ আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলীর সহকারী জিসুর রহমান রনি। বিজ্ঞপ্তি