খেলাধুলার মাধ্যমে সবল ও প্রাণবন্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব : মেজর জেনারেল রিদওয়ান
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৮:৩৯:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার এবং জেসিপিএসসি’র প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি বলেছেন খেলাধুলা চর্চা ও অনুশীলন ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সহায়তা করে থাকে। প্রকৃতপক্ষে মানসিকভাবে বিকশিত হলেই ছাত্র-ছাত্রীদের মধ্যে বহুমাত্রিক বোধের উন্মেষ ঘটবে। এজন্য প্রয়োজন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃর্স্ফূত অংশগ্রহণ। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষাগ্রহণের সুন্দর পরিবেশ তৈরি করতে সূচনালগ্ন থেকেই নিরবচ্ছিন্ন প্রয়াস অব্যাহত রেখেছে এবং উপজেলা, জেলা, বিভাগ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সবল ও প্রাণবন্ত আগামী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
তিনি সোমবার জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) এর দুই দিনব্যাপী ‘২৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেসিপিএসসি’র পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. শাফিকুল হোসেন, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি এবং জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী, পিএসসি মাননীয় প্রধান অতিথিকে জেসিপিএসসি ক্যাম্পাসে অভ্যর্থনা জানান এবং বিএনসিসি’র একটি চৌকস ক্যাডেট দল প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাওহীদুল ইসলাম শিমুল। প্যারেড কমান্ডার ও বিভিন্ন কন্টিনজেন্ট লিডারদের নেতৃত্বে ৯টি কন্টিনজেন্টের সদস্যদের সম্মিলিত মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী আত্মরক্ষামূলক শরীরচর্চা কৌশল কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ানডো’ প্রদর্শন করে। প্রায় ২৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আবহমান অসাম্প্রদায়িক বাংলা এবং সংগ্রাম থেকে স্বপ্নের স্বাধীনতা’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
জেসিপিএসসি’র অধ্যক্ষ তাঁর স্বাগত বক্তব্যে আমন্ত্রিত অতিথি ও সম্মানিত অভিভাবকবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন একাডেমিক ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের সাফল্য সম্পর্কে অবহিত করেন। তিনি জেসিপিএসসি’র সুনাম অক্ষুন্ন ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
দুই দিনব্যাপী ২৩তম আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪৬টি ইভেন্টে প্রায় ৪২৪ জন প্রতিযোগী শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে এবং বিজয়ী শিক্ষার্থীদেরকে মোট ১৭৫টি পুরস্কার প্রদান করা হয়। ২৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া নৈপুণ্যের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখায় ২ জন করে মোট ৬ জন শিক্ষার্থী শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।
‘২৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ এ সুরমা হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী পদ্মা হাউসকে ‘শ্রেষ্ঠ হাউস’ ঘোষণা করা হয়।
জেসিপিএসসি’র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার সরকার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমীন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী শামসুন নাহার লাবণ্য ও দশম শ্রেণির শিক্ষার্থী সাকিয়ে কাউসার মাহিয়ান এর যৌথ সঞ্চালনায় খেলা পরিচালনায় করেন সিনিয়র ক্রীড়া শিক্ষক মো. হারুন অর রশিদ ও সিনিয়র ক্রীড়া শিক্ষক হুমায়ুন কবির। ‘২৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাহেদুল ইসলাম। বিজ্ঞপ্তি