মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৮:৪৬:০৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মৌলভীবাজার পৌর বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির দোয়া ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌরসভা হলরুমে পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার মজুমদার ইমনের পরিচালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য অলিউর রহমান, শফিকুর রহমান, নাছির আহমদ, সালাম আহমদ জিতু, মোস্তাক আহমেদ চৌধুরী, লোকমান আহমদ, মোঃ রেজাউল করিম রেজা, জবলু আহমদ, সাইফুল ইসলাম স্বপন, সৈয়দ শাহনুর, শেখ জুবেদ ও সৈয়দ ইজাজুল ইসলাম প্রমুখ। সভায় সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়। আহ্বায়ক কমিটির সদস্য পরিতোষ দাস গুপ্ত পদত্যাগ করায় তা গৃহিত করা হয়। নতুন সদস্য অন্তভূর্ক্ত, ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার পূর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম মাওলানা কুতুবুল ইসলাম কতুব।