বিমানবন্দর থানা ৭নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৮:৪৯:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর আওতাধিন বিমানবন্দর থানার ৭নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত রোববার বিকেলে সুবিদবাজার এলাকায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম হাসুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন মহানগরীর নির্বাহী সদস্য ও বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম, ৭নং ওয়ার্ডের উপদেষ্টা আনোয়ার হোসেন পাঠান, সাবেক কাউন্সিলার সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ ও বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক ফরিদ মিয়া।
সম্মেলনে ৭নং ওয়ার্ডের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর নির্বাহী সদস্য ও বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম। নতুন কমিটিতে লুৎফুর রহমানকে সভাপতি ও আবুল হাসেম হাসুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি