১০ দফায় ঐকমত্যে বিএনপি-চরমোনাই
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৯:৩১:০৪ অপরাহ্ন
প্রয়োজনীয় ‘ন্যূনতম’ সংস্কার সম্পন্ন করে স্বল্প সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি ও বরিশালের চরমোনাই পিরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে প্রায় দুই ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মির্জা ফখরুল এ সিদ্ধান্তের কথা জানান। দুপুর ১২টা ৫ মিনিটে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সঙ্গে নিয়ে বৈঠকটি করেন মির্জা ফখরুল।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।