সুনামগঞ্জে শিবিরের থানা দায়িত্বশীল ওয়ার্কশপ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৬:১০:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ইসলামি ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন থানার দায়িত্বশীলরা অংশ নেন।
জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহদী হাসান তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, আবু সুফিয়ান তোহা, আব্দুল মুমিন, ইয়াকুব আলী ও রাকাব আহমদ শিশির প্রমুখ।