শাবিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ স্মরণে দোয়া
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৬:২২:১৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৩টি গরু ও ২টি ছাগল জবাই করা হয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই আয়োজন করে শাবির ‘বিপ্লবী সংস্কৃতিক মঞ্চ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
অনুষ্ঠানে উপ-উপাচার্য বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের কিছুদিন পরেই তাদের সন্ত্রাসী কার্যক্রম আবারও বৃদ্ধি পেয়েছে। আজকের এই জিয়াফত অনুষ্ঠানে আমরা যেমন একত্র হয়েছি, তেমনি দেশের স্বার্থেও আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। তিনি বলেন শাবিপ্রবির ভাবমূর্তি সবসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত। নতুন প্রশাসন দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি কার্যক্রম শিক্ষার্থীবান্ধব করার চেষ্টা করছে। ফ্যাসিবাদ যাতে পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির, সাংবাদিক গোলজার আহমেদ হেলাল, গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এবং শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুজন প্রমুখ।
অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া, জিয়াফতের আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে তারা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে চেয়েছেন এবং তাদের সংগ্রামী চেতনাকে ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।