লাক্কাতুরায় শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৬:৩২:০০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ফিরিয়ে দিতে হবে। এর ব্যতিক্রম কিছু করার সুযোগ নেই।
তিনি মঙ্গলবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা-বাগানের ভেতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস শাখার আহবায়ক কমিটির সদস্য মো. ফারদিন হোসেনের পক্ষ থেকে চা বাগানের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জুনেদ আহমদ, আব্দুর রহিম, মাহফুজুর রহমান রাসেল, রিসাত রহমান ফাহাদ শাহরিয়ার, শাহরিয়ার ইভাদ, আবিদ আবরার, নুরুন্নবী, জুম্মান, মাহফুজুর রহমান ও রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি