সুনামগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৮:০৩:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জ সমিতি সিলেট-এর সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সিলেট নগরীতে সুনামগঞ্জের অসংখ্য মানুষ বসবাস করেন। কিন্তু আমাদের সদস্যসংখ্যা মাত্র সাড়ে তিনশোর মতো। এ সংখ্যা বৃদ্ধিতে কাজ করতে হবে। এ সমিতি অতীতের মতো সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা করবে। আমি বিশ^াস করি নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে।
সুনামগঞ্জ সমিতি সিলেট-এর বার্ষিক সাধারণ সভা ২০২৩-২০২৪-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত রোববার সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সোলেমান হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব পাঠ করেন সৈয়দ বদরুল আলম, আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, ওয়েবসাইট প্রদর্শন করেন ড. দিদার চৌধুরী ও কাশমীর রেজা। আজীবন সদস্যদের সম্মাননা প্রদান পর্ব পরিচালনা করেন লে. কর্নেল মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দুল রহমান এবং গীতা পাঠ করেন পীযুষ পুরকায়স্ত টিটু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, মনোনয়ন বোর্ডের আহ্বায়ক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, সদস্য আতাউর রহমান চেয়ারম্যান, অধ্যাপক আহবাব খান, নির্বাচন কমিশনের আহ্বায়ক নজমুল হক, সদস্য অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি