জৈন্তায় বিএনপির শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৮:০৫:০৫ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য বদরুজ্জামান সেলিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের মূর্ত প্রতীক। তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছিলেন।
এছাড়া বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করেও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের মানুষের কাছে দেশমাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়ার আহবান জানান।
সোমবার জৈন্তাপুর উপজেলার জৈন্তেশ্বরী রাজবাড়ি মাঠে ১নং নিজপাট ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজমুল হক ইয়াজুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শুকুর, সাবেক সহ-সভাপতি তাহির আলী কলাই, জৈন্তাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম, আশরাফ গাজী, মাহবুব আহমদ চৌধুরী, নজির হোসেন ও জাবের আহমেদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ আহমদ। বিজ্ঞপ্তি