হবিগঞ্জে প্রবাসী হত্যা মামলায় ৩৭ জন কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ৮:১৪:২১ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জে প্রবাসী কাজী দীপু হত্যা মামলায় ৩৭ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে আসামিরা হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মো. দেলোয়ার হোসেনের আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সৌদি আরব প্রবাসী কাজী দীপু (৩৬) নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই সজলু মিয়া বাদী হয়ে শনিবার রাতে ৬০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে আসামিরা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৩৭ জনের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন। নিহতের ভাই সজলু মিয়া জানান, আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। যে-সকল আসামি এখনো ধরাছোঁয়ার বাহিরে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।